Unlockbd Shop ওয়েবসাইট ব্যবহারের নিয়ম ও শর্তাবলি
আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট বা ব্যবহার করার মাধ্যমে নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। যদি আপনি এই শর্তাবলির কোনো অংশের সাথে একমত না হন, অনুগ্রহ করে ওয়েবসাইটটি ব্যবহার থেকে বিরত থাকুন।
১. পণ্যের তথ্য ও মূল্য
Unlockbd Shop সর্বোচ্চ চেষ্টা করে সব পণ্যের তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে।
কোনো পণ্যের ছবি ও বিবরণ বাস্তবে কিছুটা ভিন্ন হতে পারে।
মূল্য পরিবর্তন না জানিয়ে আপডেট হতে পারে এবং তা ওয়েবসাইটে প্রকাশ পেলেই কার্যকর হবে।
২. অর্ডার ও কনফার্মেশন
অর্ডার প্লেস করার পর আমাদের প্রতিনিধি ফোন/মেসেজের মাধ্যমে কনফার্ম করবে।
কোনো কারণবশত আমরা অর্ডার বাতিল করতে পারি (যেমন: স্টক না থাকা, ভুল তথ্য ইত্যাদি)।
৩. পেমেন্ট পলিসি
পেমেন্ট বিকাশ/নগদ/রকেট অথবা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে গ্রহণযোগ্য।
অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে নির্ধারিত অ্যাকাউন্টে পাঠানোর পর প্রমাণ জমা দিতে হবে।
৪. ডেলিভারি
ডেলিভারি সময় সাধারণত ২-৫ কর্মদিবসের মধ্যে।
অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য Unlockbd Shop দুঃখিত তবে দায়বদ্ধ নয় (যেমন: কুরিয়ার সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ)।
৫. রিটার্ন ও রিফান্ড নীতিমালা
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটি থাকলে রিটার্ন/বদল করা যাবে।
রিটার্নযোগ্য অবস্থায় পণ্য থাকতে হবে (অব্যবহৃত, অক্ষত প্যাকেট)।
ভুল অর্ডার বা মনের মত না হওয়ায় রিটার্নের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
রিফান্ড পদ্ধতি কাস্টমার কেয়ার থেকে নিশ্চিত করা হবে।
৬. গ্যারান্টি ও ওয়ারেন্টি
নির্দিষ্ট কিছু পণ্যে ব্র্যান্ড/ডিলার নির্ধারিত ওয়ারেন্টি প্রযোজ্য।
গ্যারান্টি/ওয়ারেন্টির শর্ত অনুযায়ী সেবা প্রদান করা হবে।
৭. ব্যক্তিগত তথ্য
আমরা গ্রাহকের ব্যক্তিগত তথ্য গোপন রাখি এবং তা কখনোই তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না।
গ্রাহকের সম্মতিতেই তথ্য ব্যবহার করা হয় যেমন: অর্ডার প্রসেসিং বা কাস্টমার সার্ভিসের জন্য।
৮. কপিরাইট
Unlockbd Shop এর লোগো, ডিজাইন, পণ্যের ছবি, কনটেন্ট ইত্যাদি কপিরাইটযুক্ত। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার বেআইনি।
৯. পরিবর্তন ও আপডেট
Unlockbd Shop যেকোনো সময় এই শর্তাবলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহারে সেই নতুন শর্তাবলি প্রযোজ্য হবে।
আপনার আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। Unlockbd Shop সর্বদা চেষ্টা করে যাচ্ছে আপনার প্রযুক্তি জীবনকে সহজ, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য করতে।
You need to Sign in to view this feature
This address will be removed from this list